একদিন আমি সিকিম যাব পাহাড় লিখব সেদিন
তোমার মত এক ঝর্না ভেজা রাত কাটাবো পেলিং।
যখন তুমি সুদূর শহর_ সিঙ্গাপুর কিংবা সৌদি
কফি কাপটা দুটোই থাকবে তুমি না থাকলেও রোজই।
তোমার না থাকাটা সেদিন প্রাণভরে মিস করব
তোমায় ভেবে রাত্রি কাটাব, জয় গোস্বামীও পড়ব।
ডায়েরি লিখব পাতার পাতা থাকবে ঝর্না পাহাড় আর তুমি
তোমায় ছাড়া তুমিও জানো সব ভ্রমণই মরুভূমি।
আবার যখন সমুদ্রে যাব কুড়াবো ঝিনুক হাতে
মাখবো বালি নোনা জলে ভাসব তোমার স্রোতে।
সেদিন হয়তো বিষাদ মনে উড়বে ডানা নীল মেঘের আয়ুরেখা -
তখনও আমি থাকব জেগে এসো প্রতি চুম্বনে, দিও একটু দেখা।
বেলা শেষে ক্লান্ত হয়ে আসি ফিরে অতীতের স্মৃতি ধূলো মেখে
আজ বিদায়। আসব আবারও পেলে সয়য় দেখে।
অফুরন্ত ব্যস্ততা গিলছে সময় আপাতত
ভাল থেকো সবসময় ঠিক আমারই মতো।।