যাত্রা শুরুর আগে......
সখের বাজারে ঘুরতে মনে জাগে
একা একা কেমন যেন বড্ড একা লাগে
একাকীত্ব মেটাতে সোহাগ ফোনে ধাগে ।
বন্ধু - বান্ধব খুঁজে ফেরে দেশ হতে দেশান্তরে
হোক না সে অপরিচিত, হোক না সে রক্ত হীন অন্তরে ।
একা থাকাটা আজ কেমন যেন বড্ড বেমানান,
ফোনে ডুবে সময় কাটানো বড়ই সম্মান ।
সেই তো আনে মুঠো প্রেম, মুঠো চৌখশ আদল
তোমার ঘরে তো শুধুই একাকীত্ব ঝরে অশ্রু সজল।
একা থাকতে গিয়েই কবে কোথায় কিভাবে একান্তে
আপন লোকের সন্ধানে বিলিয়েছে প্রেম অজান্তে।।