দেশে বাড়ছে জনগণ
শিক্ষায় পাচ্ছে ডোনেশন।
দেশে বাড়ছে বুড়ো বুড়ি
ছোকরা খাচ্ছে ভুরি ভুরি।।
দেশে চলছে হানা হানি
ছেলে বুড়ো খাচ্ছে পানা পানি।।
টাকার দামে শিক্ষা এখন ছন্ন ছাড়া
আমাদের দেশ আজ হল লক্ষ্মী ছাড়া।।
দেশে বাড়ছে জনগণ লোকের হচ্ছে না মরন
দেশে বাড়ছে অভাব অনটন।।
দেশে বাড়ছে জনগণ
আর শিক্ষায় পাচ্ছে ডোনেশন।।
বৃষ্টি মন্ডল
{বনি}