সময়ে অসময়ে প্যানপ্যানিয়ে ভ্যানভ্যানিয়ে যেথা পাস গান শোনাস
দেখ তবে হেডফোনে জোরে জোরে গান শুনলে তোর কেমন লাগে।
রক্ত খাবি খা, বাঁচার তো তোরও আছে অধিকার
তাই বলে স্ট্যাম্প লাগিয়ে জ্বালা ধরানোর ছিল কোনো দরকার?
আবার তোর কাছেই আছে অনেক অশুচি রোগ, যা বেঁধে দিস কাঁধে।
যেখানেই নুন খাবি সেখানেই কি হূল ফোটানো সাধে?
এমনি কি আর তোর সাথে শত্রু শত্রু ভাব
যুদ্ধ করি তোর সাথে মশারি না টাঙার স্বভাব।
না দিস শান্তিতে ঘুমাতে না দিস খেতে, টিভি দেখতে
গুড নাইট, অল আউট জ্বালানি ধূপ জ্বালাই তবু হার মানে তোর বিষেতে।
এবার দেখ তবে কেমন লাগে আমার এই মক্ষম চালে।
দলে দলে পালাবি এবার নইলে হবি হাপিস এই ঢালে।।