বড় দুষ্টুমি কৱি আমাদেৱ এই
           ক্লাস Vii এৱ ঘৱ,
   সৱোজিনী বেশি গান কৱে তাই
           নাম দিয়েছি তাৱ সিংগাৱ ।
  সুপর্না যে কথা বলে নাচেৱ ভঙ্গিমায় তাই
             ৰলি তাকে ড্যানসাৱ
নমিতা নানান ৱকম কথা বলে ; সে যে
              ডায়ালগ মাষ্টাৱ
বৃষ্টি যে হৱেক ৱকম লিখতে পাৱে ....
              সে এক ডিজাইনাৱ ।
সুলেখা যে দাঁড়ায় (ব্রেঞ্চকে) বাজিয়ে হাৱমনি.....
             কৱে বকৱ - বকৱ
  তুলসি খুব ভাল হসাতে পাৱে , তাই
            সে J- O -K- E -R.
  আৱ সৱলী, চম্পা ও পাৱুল
          বড্ড বেশি শান্ত - শিষ্ট
  বিশখা দীপালীৱ ভালো বন্ধুত্ব -
             বলি তাদেৱ লেজবিশিষ্ট...
  লক্ষী, ভানুমতি ও চন্দনা ভাল গান কৱে এবং শোনে
         তাই তাৱা সুযোগ পেলেই গানেৱ লডা়ই কৱে,
আৱ নিলমটা যে আসে মাসে তিন চাৱ দিন      
           শুধু স্কুল কামাই কৱে..।
কলি,পম্পা ও অঞ্জলি একটু কথায়
            যায় মুচকি হেসে
দিদিভাই যদি এ'সে চায় পড়া ধৱতে
       হৱেক ৱকম গল্প কৱে দিই ফেশে!
যদিও বা কোন ছলে পড়া ধৱে; না পাৱলে
         কান ধৱে ৱাখে দাঁড় কৱে ....
কান ধৱি তবু দাঁত বেৱ কৱে হাসি
        লজ্জা নাই আমাদেৱ যে।
ঘন্টা পড়ে গেলে দিদিভাই যায় চলে
         বলে, তোৱা মহা ফাঁকিবাজ
টিফিনেৱ সময় যদি ও বা কৱি খেলা
      তবে কৱি বেজায় ক্যাচ- ক্যাচ!
.....বড় ডানপিটে আমাদেৱ এই
                  ক্লাস Vii এৱ ঘৱ,
  ৱাগ কোৱো না ভাই
                  সবায় ৰন্ধু মোৱ!
  বড় ছটপটে আমাদেৱ এই ...
                ক্লাস  Vii  এৱ ঘৱ -
  অনেক কিছু বলে ফেলেছি
                 দোষ দিও না মোৱ।।
    

                             বৃষ্টি মণ্ডল
                                  ( বনি)