তিন বছরের ছেলে তুই
এলি পরের ঘরে।
অপরকে রে তুই আপন ভেবে
মা - বাবা বলে ডাকলি তারে।।
পরের ছেলে বলে রে তুই
পারলি না শিখতে লেখা পড়া।
গোষ্ঠ রাখাল হলি যে তুই
হলি তাদের লক্ষ্মীছাডা়।।
যতই তুই ভাল ভাবে চলিস না কেন
তবুও হলি তাদের ডানপিটে।
রোজ গালি পারত মা আর বাবা -
বসে বসে হুকো খেত খাটে।।
মাঝে মাঝে বাবা মা কে
বসিয়ে দিতো দু- চার ঘা।
মুখ পোড়া বলে গালি পাড়ত মা
তুই এখান থেকে দূর হয়ে যা।।
পরের ঘরে পেয়েছিস শুধু
শত শত দুঃখ কষ্ট জীবনে
তুই আর ভগবান ছাড়া এ ব্যথার জ্বালা
কেহ নাহি জানে।।
তাই তো তুই কাতর হয়ে
ডেকেছিস কতই না ভগবানকে
আঁখি জলে ভাসিয়ে নিবেদন করি চরনে
ঘুচাও মনের আশা দিও না ফিরায়ে শূন্য হস্তে - -......
" দাও না মুছে দুঃখ যত পাষাণ প্রতিমা।
মন্দিরেতে প্রদীপ জ্বালি ঘুচাও মনের কালিমা।।
তুমি যে নও তো পাষাণ তাই
দেখাও তোমার অপার মহিমা।।"
বৃষ্টি মন্ডল
( বনি)