খুব চেনা মানুষও অচেনা লাগে প্রয়োজন শেষ হলে
মুখোশধারী ছদ্মবেশে মনকে ভোলায় ভালবাসার ছলে।
তুমিও অন্য রকম... এই রূপ তো অচেনা
মেঘের ঘরে বাস করেছ ভীষণ ব্যথার কান্না।
প্রথমে প্রেম হলেও শেষটা জুড়ে ঘৃণা
বদলে গেছ আজকে তুমি হৃদয়হীনা।
এক নিমেষে মিলিয়ে গেল সমূহ অজুহাত
ভুলের মাশুল গুণছি আমি, তুমি সবটা করলে বাজিমাত।