আজও জ্বলছে তোমার শরীর কেরোসিনের প্রবাহে
তোমার স্বপ্নগুলো পুড়ছে ছে দাউ দাউ- এই নরকের খোয়াড়ে।
না এখানে আর বৃষ্টি পড়ে না - - - -
শুধু রক্ত ঝরে, বিরক্ত বুকে খুঁজে ফেরে আতুর আস্তানা।
গর্জে সময় দিন ছুঁয়ে যায়, রাত খিট্খিটে স্তন্য ফণা-
তবু ফাটে কই? জোর দমে দম প্রসব যন্ত্রণা।।