আষাঢ়ে মুকুল বহিছে দুকূল
প্লাবিত গাঁঙচিলে
কামিনীর গন্ধে ভরা চেয়েছি শ্রাবণ ধারা
তোমার ঐ অন্ত-নীলে।
সান্নিধ্যের টানে ধাই তব পানে
চোরাবালির চর,
দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি ফুঁড়ে
দুলায়ে তরু-কর।
শূন্যে তোর ইশারায় মেঘের বিরহ জ্বালায়
কাঁদছে ভূমি-তল
ডাক দিয়েছে আজি পাল তুলেছে মাঝি
ভাসছে সাগর- কোল।।