বসন্ত তোমার দুয়ারে করছে আনাগোনা
ভালোবাসার দিন গুলো মেলেছে রঙীন পাখনা।
একে একে আসছে ধেয়ে-রোজ ডে, হাক ডে, কিস ডে
তারপর প্রোপোজ ডে, সব শেষে ভ্যালেন্টাইন ডে।
সারা ঘর ভরে যাবে হাজারও গিফটে।
এমনই করে সারা বছর জুড়ে থাকুক ভালোবাসা
মিলন তিথির পূর্ণিমা রাতে পূর্ণ হোক আশা।।