আমি বনলতা।
না না - আমি তোমাদের সেই
বনলতা সেন নই গো ।
বনে হাজার ঝোপ-ঝাড়ের মধ্যে
আমি নিতান্তই ছোট্ট একটি লতা ।
যার নিজস্ব কোনো শক্তি নেই
নিজ পায়ে দাঁড়াবার।
তাই অপরকে লাঠি করে
আকড়ে বাঁচতে হয়,
আমি সেই বনলতা।
যখন বড় বড় বৃক্ষের পা বেয়ে
উচ্চ শিখরে উঠি
তখন মনে হয় আহা!
আমি কত সুখি।
দেখ আর একটু গেলেই
ছুঁতে পাব নীলাকাশ, -
পাব ছুঁতে রাতের অন্ধকারে তারাকে
বলতে পারব তাদের সাথে দুটি কথা।
কিন্তু যখন ব্যর্থ হই, তখন মনে হয় -
এ আবার কেমন বেঁচে থাকা-?
অপরকে যষ্ঠীর লাঠি করে চলতে হবে?
আকাশে ওঠার জন্য
যখন মন আনন্দে আপ্লুত,
তখন কিছুই মনে থাকে না।
আর যখন.....
না পাওয়ার যন্ত্রণা মনে পড়ে
তখন ভাবি.....
চাইলেই কি আর সব পাওয়া যায়?
বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মত
তেমন দুঃসাহস আমার নাই।
তাই পড়ে থাকি একলা........ এই ভাবে।
বৃষ্টি মন্ডল
(বনি)