এই যে ... । ...বন্ধু মানে কি?
     বলতে পার? আসলে... ।... । ... । ....
বন্ধু মানে খেলার সাথী
বন্ধু মানেই একটু রাগ
বন্ধু মানেই সুখ- দুঃখের সমান ভাগ।

আবার  বন্ধু মানেই পথের সারথী
বন্ধু মানেই আপন জন বন্ধুই আসল।
বন্ধু মানেই ইয়ার্কি - তামাশা
হঠাৎ চোখে জল।

বন্ধু মানেই কিছুটা চাওয়া - পাওয়া
           কিছুটা আশা
বন্ধু মানেই সকলেই সমান ভালবাসা।
বন্ধু মানেই অনেকটাই অধিকার... ...
            থাকে আশা ভরসার।

বন্ধু মানেই একটু বেশি রাগ অভিমান
যার কাছে করা যায়।
যার কাছে মনের  যত কথা শেয়ার করা যায়।
বন্ধু মানেই যাকে জড়িয়ে ধরে
সকল কষ্ট ভোলা যায়।

আবার বন্ধু মানেই দুষ্টুমি করা
বন্ধু মানেই প্রান সাজান ,
বন্ধু মানেই যার বুকে মাথা রেখে
পাই মনে শান্তি।
বন্ধু মানেই যাকে পেলে
ঘুচায় মনের ক্লান্তি।।

                              বৃষ্টি মন্ডল
                                      (বনি)