যখন রাত নামে এই ধরিত্রীর পরে
পাখিরা তখন সব ফিরি যায় নিড়ে।
চাঁদ-তারা আকাশেতে দেয় যে উকি
জোনাকীরা জ্বলে তার মিটমিট আঁখি।
বাঁশ বাগানের ঝোপে-ঝাড়ে ঝিঝি ওঠে ডাকি
চাঁদ - তারা কখনো দেয় না তো ফাঁকি।
দিঘির জলে শতদল দোলে রুপোলী চাঁদের আভায়/ছটায়)
জলতরঙ্গে ঝর্না যেথায় ঝিলমিল ঢেউ খেলে যায়।
আমি খুঁজে খুঁজে ফিরি পাই না তবু জীবনের মানে.........
ভাবি তাই বসে বসে চাঁদ -তারাকে যাই গুনে ।
আনমনা হয়ে নিস্তব্ধ সবুজ পল্লীর প্রান্তরে আমি-আ-মি যাই একা বন্ধু হয়ে
চাঁদ - তারাকে সাক্ষী রেখে
তাদেরই সাথে যাই লীন হয়ে।।
বৃষ্টি মন্ডল
(বনি)