কোন কানের পুষ্প তুমি
ফোটো বারোমাস,
লহোরির পর লহোরি তুলিয়া
কর সর্বনাশ।।
ব্যথার বাঁশি বাজিয়া লয়
অভিসারের তরল তিমিরে,
ঝাঁপ দিয়াছে চিতার আগুনে
পলাতক প্রিয়া রে
আলেয়ার পিছে বিভীষিকা
জলন্ত অঙ্গার,
পাইনি খুঁজে আজও ছলনা ময়
সেই রহস্যের দ্বার।।