আমার এ নির্জন রাতে যদি তুমিই এলে
কেন তবে মৃত্যু এল না আমার দুয়ারে?
মৃত্যুই হত আমার বিরহ যাতনাময় রাতের সঙ্গী।
দুঃখের সাথী বেদনার সুর।
তুমি শুনতে পাচ্ছ? সানাই সেতারের
করুন সুরে সুর।
তুমি শুনতে পাচ্ছ? বেদনায় মন ভেঙ্গে হল চুর চুর।
বৃষ্টি মন্ডল
(বনি)