ছোট্ট ছোট্ট পায়ে
        থমকে যায় চলতে চলতে হায়
   বিনি সুতোর মালা গাঁথায়
আমার আমিতে যাই হারিয়ে।
   আছে আমার আলোক টীকা
         ফুল পরাগের রং ফিঁকা
             ঝিঙা ফুলের রোদে
         বিনি সুতোর মালা গাঁথায়
          সাজাই  কুন্দ ফুলের মালা।
          

                 বৃষ্টি মন্ডল
                       (বনি)