বিয়ে ও ভোট দুটিতেই আছে চরন্ত মিল -
পেয়েছি খুঁজে তারই অর্থ, গড়ি তহবিল।
যেমন - - - - - -
বিয়ে মানে আনন্দ অন্যদিকে ভয়, ভবিষ্যৎ চিন্তা
ভোটেও তাই অনেক আশা নেই চোখে ঘুম বড় দুশ্চিন্তা।
দুটিতেই চাই নির্দিষ্ট যোগ্য প্রার্থী,
আসবে তবেই পথে হাটবে সাথে সব যাত্রী।
বিয়েতে যেমন দেয়া হয় প্রতিশ্রুতি,
ভোটেও ঠিক তাই বলে - হই যদি অগ্রগতি।
বিয়ে ও ভোটে মালা পরিয়ে করতে হয় বরন
ভোট প্রার্থী বলে - দেশের জন্য দশের জন্য লড়ব হয় হোক মরন।
বিয়ের পরে পরেই যেমন ভুলে যায় দেয়া সব কথা,
তেমনি ভোটে সাফল্য পেলে দূরে থাকে সে তো ছিলই মিথ্যা ।
ভোটে জনগণের স্বার্থে আঘাত হানলে শুনতে হয় গালি গালাজ,
বিয়ের পরেও পান থেকে চুন খসলেই হবে সতীর রাজ।
দেশের মানুষের মন পাওয়া অত সহজ কাম্য নয় -
তেমনি বিয়ের পর স্বামী কিংবা বউ এর পন পাওয়া তেমনই কঠিন হয়।
কিন্তু তবুও - - - -
আমরা জেনে শুনেই সকলে করি বিষ পান।
ভোটও দিন বিয়েও করুন যদি বাঁচতে চান।
আসলে দুটোই তো এক অপরিহার্য,
যা কিছু পুরনো কর তা দাহ্য।
দেশের জন্য দশের জন্য করলে প্রার্থী হবে গর্বিত
একটি দেশ চালাতে অন্যটি জীবন চালাতে নিজেকে কর অর্পিত।।