ধীরে ধীরে ধরিত্রী মোর
   চলছে হাস‍্যবদনে কৃষ্ণ গহ্বরে
      তুমি সুজন শুধুই দেখে ছিলে
          দাঁড়িয়ে ঐ সুদূরে.
        
         তোমার জন্য কতশত জন
       অপেক্ষাতে থাকে ,
   যারা অকাতরে প্রেম বিলাতে
তোমায় কাছে ডাকে।

তাদের ভীড়ে তুচ্ছ আমি
   অবহেলার পাত্র -
      আমার জন্য তোমার দুয়ার
         খোলা নাইকো বিন্দুমাত্র
        
         ইট- পাথরে গাঁথা মন
      অশ্রু শুকায় রোদের তাপ
   বর্ষা- শ্রাবণ চলে গেলেও দূর হয় না
হৃদয় মেঘের গুমরে থাকা নিম্নচাপ।

সব ফুলের কী হয় গো মালা
    কিছু ফুল যে লুটায় ধুলার পরে
       আমিও না হয় তেমনি করে
           রব পরে অনাদরে.... ।।