রামধনু রঙে আঁকা আলপনা
কেন কর এত তুমি জল্পনা,
আকাশের ওই তারা দেখে
মনে মোর শিহরণ জাগে
কেন তবে যাও দূরে বারে বারে
তবে আসবো না আর কভু ফিরে
হোক না মনে হাজার ও যন্ত্রণা
তবুও আর কভু আমি আসব না।
মোর ভালবাসা তোমার কাছে নয় কো দামী
অচেনা অজানাই রয়ে যাব তুমি আর আমি।
যত কথা ছিল সবই তো ছলনা
এখন তাই শুধুই স্মৃতির মূর্ছনা।।

  
                   বৃষ্টি মন্ডল
                        ( বনি)