পূর্ণিমার এই চাঁদনী রাতে
                মনে তোমার প্রেম জাগে।
প্রেমের এই গহীন বনে
                অটুট ভরসা রাখে।।
অন্ধকারের এই নিশুতি রাতে
                  নিরাশায় মন কাঁদে।
বিচলিত মন শোনে না বারন
                  কাঁদে অনুক্ষণ।।

                                 বৃষ্টি মন্ডল
                               [বনি}