মাখাবি আমাকে তোর লালচে গোধূলি বেলায়?
তোর শ্রাবণে পড়ব ঝরে প্রতি পাতায় পাতায়....
রাখবি আগলে আমায় তোর সুগন্ধে ?
ঘন বর্ষায় নাচাবি নাকি ময়ূর পক্ষ্মী ছন্দে?
পলাশ ফাগুন মহুয়ার এই বসন্তে
ছড়িয়ে দিবি তোর সুবাস নীল দিগন্তে।
বসন্ত এসে গেছে....
কারা যেন ডাকিল আবেশে মিছে
আকাশে বাতাসে বহিছে প্রেম
নয়নে লাগিছে নেশার এইম।
ফাগুন নাকি বসন্ত - কি নামে ডাকবো তোকে?
মরমে পশিল বাঁশি কোকিলের কুহু ডাকে।
মনে তো ফাগুন জাগিয়েছিস তুই
বসন্ত দিয়েছে দোলা তোকে যখন ছুঁই।।