##বর্ণপরিচয়
✍️বৃষ্টি মেঘবালিকা
কৃষ্ণচূড়ার বনের ফাঁকে কে দিল ঐ ডাক
মাল্যখানি ধেয়ে আসি বলে ৩১শে বৈশাখ।
আজকে নাকি বর্ণ চেনার দিন
তোমার হাতেই শুরু বর্ণপরিচয়ের ঋণ।
বর্ণ চেনার দিনগুলি আজ উঠছে প্রাণে ভেসে
যত্ন করে তুলে রাখ শব্দ খুঁজে পাবে শেষে।
আপনারে হারায় আজি চরণে তোমার জানাই শ্রদ্ধাঞ্জলি
লহো গো প্রণাম বিদ্যার সাগর - কাল আমিও রচিব কাব্য ঝুলি।।