এই পৃথিবীটা বড়ই বিচিত্রময়.....আর পৃথিবীর মানুষ রঙ্গমঞ্চে করছে অভিনয়।
কারুর আছে সুখের সংসার
কারুর চোখের জলে ভেসে যায়,
বাড়ির বড়রা বলে----
মেয়েদের নিজস্ব কোন বাড়ি নেই....
মেয়েরা নাকি জলের আকার....রূপ নেয়,
আচ্ছা ! যে বাড়িতে মেয়ে নাই....
সেই বাড়ি কী আর বাড়ি হয়?
তবুও যেন বোঝা বড় দায়...
তাই আজও আমি বাড়িটা খুঁজছি।
আমার তো মনের মত মা-বাপ আছে
কারুর তো সেটাও আবার নাই।
তারা পায়না ভালোবাসা-মায়া-মমতা
কষ্ট তাদের জীবন সঙ্গী নিত্য লাঠি ঝাটা,
ওদের তুমি একটু দেখ বিধাতা🙏🙏
পরের জন্মে দিও তাদের একটু ভালবাসা।
বিরাট করে বাঁচতে গিয়ে ভরে শূন্যতায়
ক্ষুদ্র জীবনের কষ্ট... কার বা বোঝার দায়।
তবুও বলছি একটু দেখ ওদের দিও একটু ঠাঁই...।
সব গল্প তো আর বৃত্ত হয়না
কিছুটা চলে সরল রেখায়।
আবার সব গল্পের সমাপ্তি থাকলেও......
তারপরও যেন তারপর থেকে যায়.....।।