চারিদিকে শুধু শোনা যায় ত্রাহি ত্রাহি রব
বন্যার কবলে ভেসে গেল সব।
ভেঙে গেল স্বাধের বাড়ি-ঘর,
মানুষ, পশু পাখি আজ হল যাযাবর।
মাথা গোঁজার মত নেই কোন ঠাঁই
হন্যে হয়ে ছোটে সব কোথা গেলে বসত পাই।
আবার কত লোকে বানে ভেসে চলে অতল দরিয়ায়,
কেউ বা সাপের দংশনে প্রাণ হারায়।
তাদেরই রক্ষার্থে গেল সবে দলে দলে
কিছু অর্থ অন্ন দিয়ে পেট চলে।
কেউ বলে এ ভাবে কত দিন যাবে
দিলে তো সামান্য কিছু
হায় রে বিধাতা! এ তোমার কেমন কারপিছু।
রক্ষা কর এই বান ভাসিদের
খেলা তো অনেক হয়েছে ঢের।
শরতের নীলাভ আকাশের আগমনীর  আনন্দে
মেতে উঠুক যেন তাদের ও জীবন ছন্দে ছন্দে।।


                    বৃষ্টি মন্ডল
                         (বনি)