যখন তুমি কর্ম ব্যস্ততায় ছিলে ব্যস্ত
কেউ ছিল না পাশে
এমন সময় এল মন জুড়াতে দুদিনের অতিথি হয়ে,  
এক পশলা বৃষ্টি নিয়ে আঘাত হানে মনে
সেই বৃষ্টিতে ভিজতে গিয়ে দেখ
অচেনা এক মেয়ে
চলতি পথে থমকে গিয়ে
বারে বারে দেখ চেয়ে
সে যে তোমারই প্রাণের পাখি
আছে তাই অন্তরে অন্ত মিল।
আছে  সাত জন্মের বন্ধন
তাই তো তুমি ভুলে গেছ সব
এক নিমিষে
এত দিন যা কিছু ছিল ফাঁকা
জীবনকে যেন তাই নতুন করে
আবার ফিরে দেখা।


               বৃষ্টি মন্ডল
                   (বনি)