জীর্ণ আমি শীর্ণ দেহ পেটের জ্বালায় নগ্ন অবহেলার অ-ছিলায়
তোমার হাতে বই-র বোঝা আমার হাতে ডাস্টবিনটাই মানায়।
তোমার সমাজ বড্ড জটিল শিক্ষা-দীক্ষা অট্টালিকার ভীড়ে
আমার আঙিনায় আমি-ই শ্রেষ্ঠ ক্ষুধার্ত মা-ভাই-বোনের ভাগাড়ে।
আমরা অস্পৃশ্য ছোট জাত আস্তা কুড়েই বসত
যে অট্টালিকায় তোমার বাস; তার দাম লাঠি ঝাঁটায় বাঁচার রসদ।
তবুও একটু ভালো থাকার জন্য
চাই দু-বেলা দু-মুঠো শাকান্ন,
ভালবাসা না হয় নাই বা হল অহমিকার দাবনলে
জীবনটা দুদিনের, সেমিকোলন ছেড়ে ন্যাশনালে চলে
তোমার শহর ট্রাফিক জ্যামে টেমপ্লেট ঠিকানা খোঁজে নিছক
আমার ঘরে ঘিঞ্জি টেনে মরুভূমির ছয়ে ছক্কা দুঃস্থর প্রান্তে এঁকেছ ছঁক।
ভালো থাকার মদত অসীম, তথাপি অসহায় নিরবে নিঠুর
মানিয়ে নেয়া তো যেতেই পারে, অনুকূল প্রতিকূলতার জোঠরে।