জীবন মানুষকে দেয় কখনো আনন্দ
কখনো দুঃখ।
এই সুখ-দুঃখের মধ্যে চালিত  হয় সকল জীবন।
কেউ কত আছে সুখে আবার কেউ বা আছে কত দুখে।
কেউ বা ভালো আবার কেউ বা মন্দ।
এই পৃথিবী বড়ই বিচিত্র ময়।
এমনই এক সুন্দরী মেয়ে
তাকে আজ সবাই চেনে, চেনে নানান পরিচয়ে।
তার বাড়ির সামনে ছিল একটি বকুল
তারই পাশে বসে থাকত সেই ছোট্ট মেয়েটি
যার বাঁ গালে ছিল একটা কাটা দাগ।
বাড়ির এ পাশে ও পাশে খিলখিলিয়ে হাসি হেসে বেড়াত সে ঘুরে।
সময়ের চক্রে বা ভাগ্যের চাকা ঘোরার জন্য
তাকে যেতে হল অচেনা-অজানা এক মরুদ্দেশে।
.........বদলে গেল তার জীবন।
জীবনের যা কিছু অতীত তাকে
পিছু ফেলে এগিয়ে গেল এক অন্তীম পর্যায়ে।
..........এখন যে দিকে যাই শুধু শুনি
একই নাম - ঐ মেয়েটা- যার বাঁ গালে ছিল
এক কাটা দাগ।


                  বৃষ্টি মন্ডল
                       (বনি)