_ওই, শোনো! বলো তো , আত্মার ওজন কত?
মুচকি হেসে বললুম : ধ্যাৎ! আত্মার আবার ওজন হয় না কি?
_হুম হয় বৈকি! ওই যে বডিটা দেখছ, তাকে ওজন কর। তারপর আমি প্রবেশ করলে আবার ওজন কর।
_থমকে গিয়ে- মানে? তুমি কি আত্মা?
_কেন সন্দেহ হচ্ছে?
_ ভয়ে কন্ঠ আরষ্ঠ) এটা কি করে সম্ভব?
_সবই সম্ভব। তুমি দেখই না ওজন করে।
_তাই হোক।
বডিটা ওজন করে যা হল আত্মার প্রবেশের পর বডির ওজন সত্যি বেশি হল।
_এক অদ্ভুত ব্যাপার।
এই যান্ত্রিক সমাজে রিসার্চ করে জানা গেছে এটি বাস্তব।