শুধু শরীর চেখে দেখছে প্রেমিক
স্বামী শুধুই ভালো রাখার নাবিক।
নোংরামি যদি বল তাকে
তবে বাক্যবাণ ছোড় - যে ফেলেছে পাকে।
উদ্ভট প্রশ্ন করে - এই সমাজে একা থাকা যায় কি?
সঙ্গী ছাড়া বেঁচে থাকা অসহায় নয় কি?
অবশ্য! মরসুম শেষে পরকিয়ার কংক্রিট বেশে
আত্ম উন্মোচনে অধীর, সতী সাজবে শেষে।।