তুমি দূরে - অনন্ত দূরে
পথ পানে চেয়ে আছি একাধারে।
কতদিন কেটে গেছে
যাইনি তোমার কাছে।
ছুঁইনি তোমাকে
গুটিয়ে নিয়েছি নিজেকে।
কী করে বোঝাই বল?
কেন এমন অসুখ হল!
অসুখ- ভীষণ অসুখ; যা তোমাকেও করবে গ্রাস
তোমার ঠোঁটে ছিল রক্তিম গোলাপের সুবাস একরাশ...
আজকে তবু হচ্ছি ভীষণ বিরক্ত
উম্! বাকিটা থাক - ওটা ব্যক্তিগত।।