চোখ জুড়ে তোমার বিষাদ ঝরে পৱপুৱুষের গন্ধে
ভাল জুড়ে তো তুমিই ছিলে সে ছিল শুধু মন্দে।
আজ ভালবাসা হয়েছে গ্রেফতার, কাল স্বপ্নের হবে ফাঁসি
তলিয়ে বিচার করতে গেলে সন্দেহটাই আসল দোষী।
ভুল করে যদিও চোখের নদী পথ হারায় -
তবুও তুমি রয়ে যাবে অনুভূতির শিরায় শিরায়। ।