কে তুমি দাঁড়ায়ে আছ সম্মুখে আমার
ধ্রুবতারা সমজ্যোতি দেখি যে তোমার।
কে গো তুমি রহিয়াছ অন্তর আসনে,
চিনিতে না পারি তোমা অস্ফুষ্ট নয়নে?
তব করস্পর্শে যেন শুভ্র শিশির বিন্দু
তব স্নিগ্ধ হাসি যেন পূর্ণিমার ওই ইন্দু।
তোমার কোমলতা শরতের ওই কাশফুল
দৃঢ়তা ও তেমনি তোমার যেন বৃক্ষের ওই মূল।
রক্ত কমলে রাঙা ওগো তোমার পা
তুমিই তো স্নেহময়ী লক্ষ্মী মা।
মহাবিশ্বের অধিষ্ঠাত্রী
তুমিই তো মা জগদ্ধাত্রী।
তুমি ব্রাহ্মণের "মা", চন্ডালের "মা"
ধনী দরিদ্র সকলের "মা " তুমি সবার "মা"।
তাই আজ এসো মা লক্ষ্মী বস মোদের ঘরে
শঙ্খ প্রদীপ জ্বেলে নেব তোমায় বরন করে। থেকো গো মা তুমি সবার ঘর আলো করে।
এলে যে আজ বছর পরে আবার নতুন করে।
বৃষ্টি মন্ডল
( বনি )