জীবনের হিসেব না মেলা জ্যামিতিটাকে
কম্পাসের খোঁচায় খুঁচিয়ে দিয়েছি বাদ,
রক্তে রাঙা ঝড়া পলাশের সৌরভে
শুনতে পেয়েছ কি ভাঙা মনের আর্তনাদ।
যে আলোর ঠিকানা তুমি,
নিয়েছ খুঁজে আজ
ঝড়া পাতার মত ঝড়ে গেছে
ভালো থাকার মিথ্যে নব নব সাজ।
✍️ময়ূরী (Bristyনূপুর)