আয় চল ছুটি এই ধানের ক্ষেতে
পাল তুলে দে আরশিতে।
কাশের বনে করি লুকোচুরি খেলা
কলার ভেলায় গামচিদের মেলা।
মিঠা রোদে সবুজে ষভরা মাঠে
গা ভাসিয়ে দিই সূর্যী মামার পাটে।
বালিয়ারির বুকে তৃষ্ণা যত
আরশিতে ওই ভাবনায় রত।
বৃষ্টি মন্ডল
(বনি)