খোলা আকাশ ডাকছে আমায়
মায়ালোক হতে ছায়া তরুণী ভাসায়
খেলার ছলে বলে কৌশলে স্বপ্ন পাড় আবারে
দূরে....অনন্ত দূরে বসে; আমি একাধারে
___তবু তুমি এলে না -
_না আজ তো আর চুল বাঁধব না
থাকব অপেক্ষায় আয়নার বিপরীতে
পেতে দেব শাড়ির আঁচল বৃষ্টির ধারাপাতে।।