হঠাৎ শহর পুরানো মোহর মোহরা সাজানো আবডালে।
আমার আমি ভীষণ দামী - আনকোরা বাউন্ডুলে।।
খামখেয়ালি অঙ্গে আমার নেকামি আছে বটেই।
শহর তোমার দেশের বড়ি পাহাড় জানে ঠিকই।।
তবুও তোমার হৃদয় জুড়ে রেখেছ আমায় যত্ন করে
এক ভয়ানক রহস্যে বিভোর ভালবাসার ডোরে।