আমি নারী , তাই বলতে পারিনি মুখে
কতটা ভাল আছি আর কতটা সুখে।
আমি নারী, আছি তাই জ্যোতিষীর ছকে বন্দী
সন্তান-পুরুষের ভাল চেয়ে আমার আমিত্বকে করেছি সন্ধি।
দু-হাতে কান্না মুছে করেছে কত নারী ঘর-সংসার-
যতই মেধাবী হোক না কেন নিতে হবে হেঁসেলের ভার।
আমি নারী, তাই বাপ-মাকে ছেড়ে অন্যের ঘরে....
যেতে হবে সানাই বাজা গোধূলি প্রহরে।
সানাই সেতারের যুগল বন্দিতে হারিয়ে যায় কান্না-
আমি নারী,তাই কোন চাওয়া-পাওয়া থাকতে পারে না।
একটি নদীর তিনটি আশা সমুদ্র সৈকতে -আমি নারী, মেঘ আলো আর ঝাপসা কুয়াশাতে ...
এ জীবন যদি হত পাহাড়ি ঝর্না
জোয়ার-ভাটায় বিলিয়ে দিতাম কান্না।
আমি নারী, তাই আড়ালে কাঁদতে শিখিনি
আমি নারী,কষ্টগুলো কাউকে বলতে পারিনি।
নারী আমি, বলতে নেই ...আমি দুঃখী-অভাগী,
তাই অচিরেই স্বপ্নগুলো আধ ভাঙা ঝড়ের মত.....হয় বিবাগী।
আমি নারী, তাই সবটুকু বিসর্জন দিয়ে অন্যের সুখ খুঁজি,
নিজের জীবন বিলিয়ে দিয়ে শরীর প্রতিবলে আমি মাঝি।।
আমি নারী,তাই গর্বের সাথে রাঙায় মাটি
আমি নারী জীবনটা কঠিন হলেও ষোল-আনায় খাটি।