তুমি কি ভগবান? তুমি এখনও বেঁচে আছো?তুমি - তুমি কি তবে অমর?
.....না তুমি অমর নও, নও তুমি ভগবান
তুমি...তুমি তো পাষাণ।
আজ সর্বস্ব কেড়ে নিঃস্ব করে দিলে আমায়
নেই কিছু বাকি আর।
তোমারে পূজেছি কত শত ,
কিন্তু তার বিনিময়ে কিই বা পেলাম!
এ জীবনে পাইনি কিছুই। হ্যাঁ দিয়েছ-
শুধু দুঃখ কষ্টে ভরা এক প্রাণ।
তোমার কাছে তো চাইনি বেশি কিছু
চেয়েছি শুধু একটু সুখ।
আমি চাইছি তাই শুনে হাসছ তুমি?
বিধাতা! করছ আমায় উপহাস?
তবে আমি কে?
জন্ম দিলে কেন তবে মানুষ করে?
আমি তো তা চাই নি তোমার কাছে
বিধাতা।, তুমি মোরে নিয়ে যাও শেষ জীবনের পথে।
আমি আর চাই না বাঁচতে, চাই মরতে।
আবার আমি জন্ম নিতে চাই,
ফুল অথবা পাখি হয়ে।
তোমার পূজায় যে ফুল লাগবে কাজে
অঞ্জলি- মালাতে
তখন তুমি সবই বুঝতে পারবে...
যে - আমিই সেই মেয়ে
যে আজ ফুল হয়ে তোমার গলাতে
আছে মালা হয়ে।
যাকে চাইলে ও পারবে না দূরে সরিয়ে রাখতে।
আর যদিও বা কোন ছলে হই পাখি?
তবে দিবানিশি গান শোনাব হরে কৃষ্ণ বলে।
আবার রোজ সকালে ঘুম ভাঙাব
হব আমি ঘুম জাগানো পাখি।
তখন তুমি সবই দেখবে যে
আমিই সেই মেয়ে - যে আজ পাখি হয়ে
সবার মনকে আলোড়িত করে নিয়েছি কেড়ে।
বৃষ্টি মন্ডল
(বনি)