বুড়ো আঙুলটা ফোনের স্ক্রিনে
আলতো করে বোলাতে থাকে যত্নে।
যেন পাগলির চোখ-কান-নাখ স্পর্শ করছে আনমনে
এভাবে ও হয়---হতে পারে? নাকি স্বপ্নে....?
এমনই যদি হত......
দিনগুলো সব পিছনে ফেলে উল্টো দিকে যেত।
আজকের প্রেম গুলো সিনেমার মত ভাঙছে গড়ছে,
নিচ্ছে বিরতি। আমরাও কি এতই মডার্ন?
আমাদের কথা না হয় থাক, তবুও আসছে বসন্তে
তুমি-ই কর প্রথম সিঁদুর দান।।