প্রেম-- এক যুগ পরে মনে কি থাকবে আজকের দিন....?
বর্তমান ছুটছে পিছনে, ক্ষনে ক্ষনে সেও তো হচ্ছে প্রাচীন।
হৃদয়-- তুমি কি আজও অক্ষত? নাকি অবনত শুধু সময়ের করাঘাতে?
ডায়েরির পাতা সাক্ষী রয়েছে। লিখেছিলে যা অনুভূতির ধারাপাতে।
আজ মুহূর্তকে বাঁচাতে গিয়ে মুহূর্তরাই ফেরে_
আবার মুহূর্তকেই মারছি সবাই অহমিকার জেরে।।