জানি এরপরেও লিখবে অনেক কথাই,
জৌলুস আর ছিৎ-কাঁদুনির উপসংহারের তাড়নায়।
পুরনো চিঠিগুলো পুড়িয়ে, পতঙ্গদের চিরকুট;
শীর্ণ ঐ দুটি হাতে, চিরতার জলে ভিজেছ বিস্কুট।
ধ্বংসস্তূপ আর প্রেমের প্রেক্ষাপটে তোমার পর্ণমোচীরা,
আবারও জাগবে সূর্যের ঔরসে ঘুমন্ত জন্মান্তরের প্রেমিকরা।