এই, তুমি আবার এসেছ দোরে?
বলছি তো সময়ে অসময়ে এস না...
এই রে মা বুঝি আবার এল তেড়ে।
যাও যাও পড়া আছে বাকি তা জান না।
কখনো খুন্তি তো কখনো ঝাটা হাতে
মা যদি আসে তখন পালিয়ে বাঁচ তুমি,
অকারণে গালি পাড়ে পারি না পালাতে।
আর আকাশ কসুম ভেবে গগন চুমী।
এসো না আর যখন তখন
প্রেমের অতল সাগরে ভাসাতে,
আমি পারব না থাকতে অনুক্ষণ।
বড্ড ভালোবাসি তাই যাই মিশে তোমাতে,
ও ঘুম এসো শুধু ভাত ঘুমে
আর এসো রাতের মরসুমে।
আসবে না মোরে অকারনে জ্বালাতে।
বৃষ্টি মন্ডল
( বনি)