( এই কবিতাটি যুগলবন্দি লিখনি...
বৃষ্টি + দীপঙ্কর ....পাৱলে ক্ষমা কৱবেন প্রিয় কবিবৃন্দ)
(16.2.12 - বৃষ্টি)
আশাৱ প্রদীপ জ্বালি আমি তব মন মন্দিৱে-
নিভিয়ে দিও না তুমি একটু দেখ চেয়ে,
আশাৱ প্রদীপ জ্বেলেই আজ এসেছি তব বৈকুন্ঠে-
ঠাঁই দিও (তুমি) মোৱে তব হৃদ মাঝাৱে।
আশাৱ প্রদীপ জ্বালি আমি তব মন মন্দিৱে
স্বপ্ন আঁকাৱ ৱং তুলি পাহাড়ি তাৱ বন্দৱে,
জীবন যখন জুড়িয়ে দিলে তৃষ্ণা মম অন্তৱে!
তব আশে বসে আছি পথপানে চেয়ে-.......
( 29.05.17- দীপ + বৃষ্টি)
অতঃপৱ , আমাৱ ডাকে সাড়া দিয়ে বললে তুমি মোৱে-
তোমায় আমি ভালবাসি বাসব চিৱকাল,
এই মোৱ বাসনা এই মোৱ আহ্বান ।
তুমি যত দূৱে যাবে,আমি যাব তত কাছে
ৱাখবো তোমাৱে সর্বদা মোৱ মনেৱ কাছে কাছে।
নতুন ভোৱেৱ শান্ত শিশিৱেৱ মত
আমাৱ বুকে কৱবে তুমি মাথানত।
তোমাকে নিয়েই আমি বেধেছি যত স্বপ্ন আশা-
যা সার্থক হবে এই মোদেৱ ভৱসা।
আশাৱ প্রদীপ জ্বালি আমি তব মন মন্দিৱে,
ৱাখব তোমায় আমি যতন কৱে।
কভু দেব না তো নিভিয়ে প্রদীপ খানি
এই টুকু ৱাখ তুমি মোৱ ভৱসা,
ৱাখব তোমায় আমি হৃদ মাঝাৱে ।
তুমি যে আমাৱ বুকেৱ পাঁজৱ ,তুমিই নয়ন তাৱা
তুমি ছাড়া একা আমি যে অসম্পূর্ণা।
তাই যও না কভু মোৱ হাতটি ছেড়ে,
নইলে পাৱব নাকো থাকতে বেঁচে তোমা বিনা।
আশাৱ প্রদীপ জ্বালি আমি তব মন মন্দিৱে ,
ৱাখব তোমায় আমি যতন কৱে।
তাই কভু নাহি যাব ছাড়ি তোমা দুটি হাত ,
তোমা বিনা শূন্য এহৃদয়
তুমি হীনা আমিও তো একা মূল্যহীন।।
বৃষ্টি মণ্ডল / দীপঙ্কর