লোকে বলে, নারী হৃদয় ভঙ্গুর অল্পেই ভেঙ্গে পড়ে
সাহসে ভরপুর এ হৃদয় কেউ দেখে না।
তারা উড়াল দিতে চায় নীল আকাশে
কিন্তু ছুটে যেতে পারে না অসীম দিগন্তে।
বেঁধে দেয় পায়ে লোহার শিকল
এ সমাজ, পরিবার আর নামমাত্র পুরুষতন্ত্র।
এতো বাঁধা নিষেধে ক্লান্ত তারা,
হাঁপিয়ে উঠেছে এই বদ্ধপিঞ্জের।
জেগে উঠতে হবে নারী তোমাকে
আত্মনির্ভরশীল হয়ে উঠতে হবে তোমায়
নিভিয়ে দিতে হবে সমাজের কুসংস্কারের বাতি,
নিষ্কলুষ করে নব আলোয় আলোকিত করতে হবে।
এগিয়ে যেতে হবে তোমায়,
সাফল্যের মুকুট তুলতে হবে তোমার মস্তকে।
নারী তুমি অর্ধাঙ্গিনী,
নারী তুমি জন্মদায়িনী
তুমিই হলে শক্তিশালী।