এই নীরস নিরব হাসি দ্বারা করেছিলাম তোমায় বরণ,
অমলিন মুখে তোমার নিকট সঁপে ছিলাম আমার সুপ্তবাসনা।
যতবার এই হৃদয়ে আঘাত করেছো তুমি
বিচ্ছিন্ন করে দিয়েছো আমার সকল কল্পনা।
আমি কেবল নিরপেক্ষ হয়ে দগ্ধ হয়েছি আমার নিখাঁদ ভালোবাসায়।
আমার প্রেমে ছিলো না অসত্যের রঙ,
তাই প্রতিবার চূর্ণ হওয়া স্বপ্নগুলো দিয়েছি জোড়া।
শতবার আমি নিরব কান্নায় চেয়েছি তোমায় বোঝাতে
তবে ভালোবাসা চাওনি তুমি করেছ শুধুই চূড়ান্ত অবমাননা।
রেখেছিলে আমায় মোহিত করে,
তোমার তাচ্ছিল্যে ভরা যৌবনের ব্যঙ্গ আর কটাক্ষে ঠাসা সেই হাসি,
আমায় করেছে মহূর্তেই ধূলিসাৎ।
এখন আমি বেশ আছি আমার একাকিত্বের জীবনে,
প্রাণবন্ত আছে আমার স্বপ্নগুলো যা ছিলো তোমায় নিয়ে,
তবে আজো ভালোবাসা অক্ষত রয়েছে তোমার প্রতি।