আজ একাগ্র মগ্নতায় নিশ্চুপ চারিদিক
বিবর্ণ সমাজ আজ শোকাতুর,
অন্তহীণ যন্ত্রণায় সজীবতা খুঁজে স্মৃতির মাঝে
মেলেনি কোনো শব্দছক পাশাপাশি
আগাগোড়াই ছিলো যাদের অহংকারের আতিশয্যে মোড়া
হাতের বদলে হয়েছে দংশন বারংবার,

সময়ের বুকে হিসেবের খাতা নিয়ে হাজির আঁধারের দেবতা
খামতি ছিলো যাদের বোঝাপড়ায়
টেনে হেঁচড়ে তুলতে দগ্ধ চিতায় শ্মশান ঘাটে,

জীবন তাদের সায়াহ্নের পথে,
ঘরের কোণে বসে করছে অনুতাপ
শামুকে শক্ত খোলার আবরণ ভেঙে
চিৎকার করে বলছে,,,,
আজ মোরা অনুশোচিত.......