তুমি আমার সেই নন্দিনী
যে আমায় করেছ অবহেলা,
বহুবার তোমায় ডেকেছি তবুও দেওনি সাড়া,
অদ্ভুত এক সর্বনাশা খেলায় মেতেছিলে তুমি,
রাতের আঁধারে কত খুঁজেছি তোমায় সারা পথ ঘুরে
ক্লান্ত হয়ে বসে পড়ি ল্যাম্পপোস্টের নিচে,
ভোর হতেই দৌড়ে বেড়িয়েছি কত অলিতে-গলিতে
তবুও তোমায় পাইনি আমার সম্মুখে।
ঘুমের ঘোরে দেখেছি তোমায় অদূরে দাঁড়িয়ে থাকতে,
আমি মহা আনন্দে দৌড়ে যেতাম তোমার কাছে
দেখতাম তুমি কোথাও নেই,
এক অজানা যন্ত্রণা নিয়ে বেঁচে ছিলাম আমি।
একদিন আড়ালে দাঁড়িয়ে কটাক্ষ করে বললে,
আমায় খুঁজে পাবে তোমার লেখার প্রতিটি শব্দে,
তবুও পাবে না আমায় এ জীবনে সঙ্গী রূপে।
তোমার ধমনীতে থাকবে সারাক্ষণ আমার ভ্রমণ
তুমি যতই ডাকো না কেনো আমায়
পাবে না কোনোদিন তোমার সম্মুখে,
আমার অবর্তমানই ঘটাবে তোমার সর্বনাশ।