সেদিন ছিলো ভরা পূর্ণিমা
বাতাসে মৃদু প্রেমের আঁচ।
তুমি আমি পাশাপাশি বসে,
দুজনার মুখে লাজ।

আড়চোখে তুমি দেখছিলে আমায়
লজ্জায় আমি লাল।
কৃষ্ণকালো আঁখির বাহারে
মন মহুয়া মাতাল।

পাশে বসেই একটা হলদে পাখি
গাইছিলো মিষ্টি সুরে।
চাঁদের আলোয় মুখখানা তোমার
অপূর্ব লাগছিলো।

অবশেষ তুমি নীরবতা ভাঙলে।
বললে,
এই শোনোনা!
আজি এই জোছনা রাতে
ধরো তবে একটা গান।
নক্ষত্রের বুকেও আজ বাজুক সুর
মিলে যাক দুটি প্রাণ।