ঝরে যাওয়া কোন বকুলের মতোই,
ঝরে পড়েছিলাম তোমার আঙিনায়।
চেয়েছিলাম তুমি কুড়িয়ে নিয়ে,
সযত্নে রাখো মনের নীলিমাম।
হঠাৎ ই কোন মধ্যরাতে।
বললে, চলোনা দুজন জোছনা মাখি।
মাঝে মাঝে মুঠোফোনের যান্ত্রিকতায় বললে,
তোমাকে দেখার তীব্র বাসনায়,
আমি জ্বলে পুড়ে ম*রি।
কোন এক বৈশাখীর বিকেলে,
গান শোনাবার আবদার করে বসলে।
চিঠির ভাঁজে লিখে দিলে,
ভালোবাসি প্রিয় কাঠগোলাপ।
এভাবেই আমার কল্পনা নীড়ে,
তোমাকে নিয়ে একখান ঘর সাজিয়েছিলাম।
অথচ যেভাবে মানুষ,
দুপুরের রোদকে এড়িয়ে যায়।
তুমিও আমাকে সেভাবেই এড়িয়ে গেলে।
জানলেই না, তোমার জন্য একটা মনে,
ঠিক কতখানি ভালোবাসা জমা ছিলো।