মতি মিয়া হাঁটে চলেছে,
ইলিশ কিনবে বলে।
ছেলেটা তার কদিন ধরে,
ইলিশ ইলিশ করে।
ইলিশের দাম শুনেই মতির,
চক্ষু চড়কগাছ!
এই জন্মে ইলিশ খাওয়া,
হলোনা বোধহয় আর!
হাটের মাঝে চুপটি করে,
দাড়িয়ে রয় মতি।
চোখের তার কেবলই ভাসে,
ছেলের হাসির স্মৃতি।
মাছ কিনতে চায় সে বটে,
পকেটে পিছুটান।
ছেলেকে সে কী জবাব দেবে?
তাই হৃদয়ে অভিমান।